Bengali News

পান্ডবেশ্বর বিধানসভার ফরিদপুর থানার উদ্যোগে মিলন উৎসব / হাজার গরীব মানুষদের কম্বল বিতরণ

আসানসোল মিরর, পান্ডবেশ্বর, ১৩ নভেম্বরঃ আসানসোল  দূর্গাপুর  পুলিশ কমিশনারেটের ফরিদপুর থানার উদ্যোগে বুধবার পান্ডবেশ্বর  বিধানসভার লাউদোহায় মিলন উৎসবের আয়োজন  করা  হয়। পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র  তেওয়ারি  ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ  সিং প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে এলাকার এক হাজার গরীব মানুষদের মধ্যে কম্বল  বিতরণ করা  হয়। একইভাবে এদিন থানার উদ্যোগে হওয়া ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়। বিধায়ক বলেন, এই থানার পুলিশ যে এলাকার মানুষদের সেবায় ভালো কাজ করছে, তা এদিন তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সাধারণ মানুষদের মধ্যে পুলিশদের নিয়ে একটা ধারণা আছে যে, পুলিশ শুধু অপরাধীদের ধরতে ও অপরাধ নিয়ন্ত্রণের কাজ করে। কিন্তু পুলিশ যে এই ধরনের সামাজিক কাজ করতে পারে , তা মানুষদের কল্পনার মধ্যে ছিলোনা। তবে পুলিশ এখন তা করছে । এটা একটা ভালো দিক। এদিনের অনুষ্ঠানে পুলিশ আধিকারিক অভিষেক গুপ্তা, জেলা পরিষদের সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায়, অনুপ চট্টরাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

riju advt