ASANSOL-BURNPUR

দাদু-দিদাদের নিয়ে সংস্কৃতিক আনুষ্ঠান ধাদকা ডিএভি পাব্লিক স্কুলে

বেঙ্গল মিরর, সুজিত বাল্মীকি,আসানসোল: 
দাদু-দিদাদের নিয়ে সংস্কৃতিক আনুষ্ঠান হলো ধাদকা ডিএভি পাব্লিক স্কুলে। 
ছাত্র ছাত্রীদের পাশাপাশি দাদু-দিদারা নাচ,গান ও কবিতা পাঠ করলেন। এই ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান দেখে, অভিভাবক সহ ছাত্র ছাত্রী ও শিক্ষক – শিক্ষিকারা আনন্দ উপভোগ করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কল্যানী নায়ক, সুজাতা পাঠক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *