লজেন্স মাসির পাশে দাঁড়ালেন দেব কুমার চট্টোপাধ্যায়
বেঙ্গল মিরর, কোলকাতা: কলকাতা ময়দানের অত্যন্ত পরিচিত মুখ ও ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের অত্যন্ত প্রিয় লজেন্স মাসির পাশে দাঁড়ালেন DEB TV র কর্ণধার দেব কুমার চট্টোপাধ্যায়। ২৩.০৪.২০ তারিখে মাসির বাড়ি গিয়ে মাসির হাতে 30 কেজি চাল, ২কেজি ডাল, 5 কেজি আটা, 1 কেজি সয়াবিন, ৩কেজি তেল, মশলাপাতি ও নগদ 2000 টাকা তুলে দেন দেব কুমার চট্টোপাধ্যায় ।



Namaskar debkumar Babu,khub valo kaj
asadhaton kaj