দত্তবাগান শিশুমহল ক্লাবের পাশে আরজেএসপির সর্বভারতীয় সভাপতি ও দেবটিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি

বেঙ্গল মিরর, ২৮ এপ্রিল, কোলকাতা :
করোনার সাথে একদিকে যখন লড়াই করছে গোটা বিশ্ব। সংক্রমণ ঠেকাতে  লকডাউন রাখা হয়েছে সমস্ত দিক। এই পরিস্থিতিতে  কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছে বহু মানুষ। প্রতিদিন  ১০০০ জন করে অনাহারে থাকা মানুষের  মুখে খাওয়ার তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে চলেছেন দত্তবাগান শিশুমহল ক্লাব ।

তাদের এই অয়োজন  চলবে  আগামী ৩রা মে পর্যন্ত। আজকের এই কাকভেজা বৃষ্টিতে  শিশুমহল ক্লাবের সাথে থেকে মানুষের হাতে খাওয়ার তুলে দেন  আরজেএসপির সর্বভারতীয় সভাপতি ও দেবটিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি। সাথেই ক্লাব কতৃপক্ষের হতেও ৫০০০ টাকা তুলে দেন দেবকুমার বাবু। পরবর্তিকালেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।   এরপর সেখান থেকেই  তিনি চলে  যান বিখ্যাত  মোহনবাগান সমর্থক ও খেলাপ্রেমী বাপি মাঝির বাড়ি এবং তার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন ।

riju advt

One thought on “দত্তবাগান শিশুমহল ক্লাবের পাশে আরজেএসপির সর্বভারতীয় সভাপতি ও দেবটিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি

Comments are closed.