পান্ডবেশ্বরে যুব তৃনমুল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে গরীব মানুষদের খাবার খাওয়ানোর উদ্যোগ
বেঙ্গল মিরর,পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধান সভা এলাকার হরিপুরের রামজানকি মন্দিরের কাছে যুব তৃনমুল কংগ্রেসের নেতা ভিক্কি চৌরাসীয়ার নেতৃত্বে বুধবার গরীব মানুষদের মধ্যে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত হয়ে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গরীব মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন। বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলের সব নেতা ও কর্মীরা সাধারণ মানুষের সেবা করছেন।
এখানে যুব নেতা ভিক্কি চৌরাসীয়ার নেতৃত্বে গরীব মানুষদের জন্য দুপুরে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক পূণ্যের কাজ। তার আগে রামজানকি মন্দিরে পুজো হয়। সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিলি করা হয়। এই ধরনের সেবামুলক কাজ দেখে পান্ডবেশ্বরের অন্য যুবরাও উৎসাহিত হবেন৷ সাধারণ মানুষের সেবায় সবাই রয়েছেন। ভগবান এদের জীবনে খুশি নিয়ে আসবেন। এই ধরনের মানুষকে বিধায়ক হিসাবে আমি নিজে গৌরব অনুভূত করছি।