Bengali News

অন্ডালের কাজোড়ায় আরোগ্য প্রকল্পে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে হেল্থ প্যাকেজ কিট বিতরণ

দলজিৎ সিং, বেঙ্গল মিরর, রানিগঞ্জঃ তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার অন্ডালের কাজোড়ায় প্রগতিশীল ক্লাবে আরোগ্য প্রকল্পে হেল্থ প্যাকেজ কিট বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি, পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি হেল্থ প্যাকেজ কিট তুলে দেন। তিনি বলেন, লক ডাউনের সময় থেকে যুব কর্মীরা যেভাবে এগিয়ে এসে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের লোকেদের যখন যেটার প্রয়োজন, তখন তারা  সেটা দিচ্ছেন। লক ডাউনের সময় গরীব মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এবার স্বাস্থ্য কিট দেওয়া হচ্ছে। যারমধ্যে স্যানিটাইজার, ১০০ টাকার ঔষধ কেনার কুপন সহ অন্যান্য জিনিস রয়েছে। অন্য জায়গার যুবদের এই এলাকার যুবদের দেখে শেখা উচিত।

অন্ডালের বর্ষীয়ানদের ভালোবাসা ও  তাদের সহযোগিতায় যুবরা উৎসাহিত হয়েই এই কাজ করছে। তারা আগামী প্রজন্মকে তৈরী করে দিচ্ছেন। তিনি আরো বলেন, ২০২১ সালের ভোটে সিপিএম কি টিকতে পারবে? সাধারণ মানুষ প্রথম থেকেই তাদের সঙ্গে ছিলেন না। সেই কারনে তারা জিতেছে। আমরাও সক্রিয় ছিলাম না। আমাদের সব নেতারা এখন একজোট হয়ে কাজ করছেন। তিনি বলেন, যেখানেই জোড়া ফুল দেখবেন, সেখানেই যাবেন। তারজন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে যে আছেন, আমি তার সঙ্গে আছি। যুব সমাজই আগে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে। যে কোন  উপায়ে আমরা বিরোধী দের এই আসন ছিনিয়ে নেবো। তিনি বলেন, ভারত চীন সীমান্তে বাংলার দুই জওয়ান শহীদ হয়েছেন। আমরা তাদের পরিবারের সঙ্গে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি, তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Leave a Reply