ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স / আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে দেখা করলেন বনিকসভার সদস্যরা
বেঙ্গল মিরর, আসানসোলঃ দক্ষিণ বঙ্গের অন্যতম বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা শুক্রবার আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে দেখা করেন। বনিকসভার প্রতিনিধি সদস্যরা এদিন মেয়রের সঙ্গে দেখা করে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স বা সম্পত্তি কর নিয়ে কিছু প্রসঙ্গ তোলেন ও আলোচনা করেন।
পরে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা আমার কাছে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সের কিছু বিষয় তুলেছিলো। এই প্রসঙ্গে মেয়র এই দুটি ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়ে বনিকসভার সদস্য দের সঙ্গে বৈঠক করতে বলেছেন। যাতে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সে কি ছাড় দেওয়া যায়, আধিকারিকরা তার বিচার করবেন। মেয়র বলেন, পুরনিগমের তরফে ব্যবসায়ীদের যতদূর সম্ভব ছাড় দেওয়ায় চেষ্টা করা হবে।