ASANSOL

আসানসোলে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র; উদ্বোধন করলেন ডিসি সেন্ট্রাল অফিস এবং খতিয়ে দেখলেন আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি

আসানসোল, বেঙ্গল মিরর, ২ রা জুলাই,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত:  বৃহস্পতিবার আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সার্বিক পরিস্থিতি ও কাজকর্ম এবং কমিশনারেটের অধীন এলাকায়  আইশৃঙ্খলার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে
আসানসোল আসেন 
রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র, আই পি এস।

তিনি বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 

ডিসি সেন্ট্রাল এর অফিস উদ্বোধন করেন। সেই সময় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন,আই পি এস, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি আসানসোল দক্ষিণ বিধায়ক এবং এ ডি ডি এ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং কমিশনারেটে সমস্ত শীর্ষ কর্তারা। এর আগে ডি জি পি বীরেন্দ্র, আই পি এস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিস পরিদর্শন করেন যেখানে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। 

এরপর তিনি পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। সূত্র অনুযায়ী খবর, উদ্ভুত মহামারী পরিস্থিতিতে নতুন পুলিশি ব্যবস্থা কেমন হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় ।

Leave a Reply