Bengali News

আসানসোলে শীততাপনিয়ন্ত্রিত মহিলা প্রতিক্ষালয়ের উদ্বোধন করলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি.

বেঙ্গল মিরর,,২ জুলাই,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত,আসানসোলঃ আসানসোলের জিটি রোডের গীর্জা মোড়ে ইন্ডিয়া পাওয়ারের সহযোগিতায় আসানসোল পুরনিগমের তৈরী করা মহিলাদের জন্য এসি বা শীততাপনিয়ন্ত্রিত প্রতিক্ষালয়ের বৃহস্পতিবার সকালে উদ্বোধন করবেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আসানসোল পুরনিগমের সঙ্গে ইন্ডিয়া পাওয়ার গত দুবছর ধরে অনেক কাজ করছে৷ ইন্ডিয়া পাওয়ার কতৃপক্ষের সঙ্গে শহরে এসি যাত্রী প্রতিক্ষালয় তৈরী করা নিয়ে কথা হয়েছিলো। সিএসআর থেকে তারা এই প্রতিক্ষালয় তৈরী করেছে।

এর সঙ্গে তারা সেই প্রতিক্ষালয়ে তারা নিজেদের বিঞ্জাপন দিচ্ছে। এরজন্য পুরনিগমের আর্থিক বোঝা বাড়ছে না। পাশাপাশি সংস্থার এখানে বিঞ্জাপনের লাভ হচ্ছে। এর আগে বিবি কলেজ মোড়, রানিগঞ্জ ও ধেমোমেনে ঐ সংস্থা এসি যাত্রী প্রতিক্ষালয় তৈরী করেছে। এটা শহরের চতুর্থ যাত্রী প্রতিক্ষলয়। আমরা বিশ্বাস আসানসোলের মানুষেরা তাদের ভালোর জন্য  আসানসোল পুরনিগমের সঙ্গে  থাকবেন৷ তারা সামাজিক দায়িত্ব পালন করছেন। এতে তাদের সঙ্গে আসানসোলের মানুষ দের সম্পর্ক মজবুত হবে। এই এসি যাত্রী প্রতিক্ষালয়ে মহিলাদের সুবিধা হবে। অনুষ্ঠানে কাউন্সিলার ওয়াসিমুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন,

Leave a Reply