Bengali NewsDURGAPURWest Bengal

১২ সেপ্টেম্বর রাজ্যে হচ্ছে না লকডাউন

বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনা আবহে রাজ্যের পরিবহণ ব্যবস্থা এখনও সচল হয় নি। এই উদ্ভূত পরিস্থিতিতে কীভাবে NEET এবং JEE পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন, তা নিয়ে ধন্দে ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই NEET পরীক্ষার্থীদের কথা ভেবে আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যে হচ্ছে না লকডাউন। এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পূর্বঘোষণা মতো আগামিকাল ১১ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে।

বস্তুত উল্লেখ্য, বাংলা-সহ ছ’টি রাজ্য চূড়ান্ত বিরোধিতা করে এই পরীক্ষায়। সেই জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও তাতে সায় দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। NEET, JEE পরীক্ষা হবে বলেই জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। নির্দিষ্ট সূচি অনুযায়ী হয়েছে JEE পরীক্ষা। এবার পালা NEET’র। আগামী ১৩ সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে চলেছে।

Leave a Reply