আসানসোলের গোধূলি রোডে সাবিত্রী সদনে হার্ডওয়ার ব্যবসায়ীর করোনা সংক্রমণ
আসানসোল,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
আসানসোল শহরে আরেকজন করো না সংক্রমিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোলের গোধূলির রোডের সাবিত্রী সদন অ্যাপার্টমেন্টে এক হার্ডওয়ার ব্যবসায়ীর করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এই খবর পাওয়ার পর ওই ফ্ল্যাটের সমস্ত বাসিন্দা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।বলা হচ্ছে ওই ব্যবসায়ী করোনা সংক্রমিত হবার আগে অনেক মানুষের সংস্পর্শে এসেছেন। এছাড়া কিছুদিন আগে তিনি ঝাড়খণ্ডের গিরিডি ভ্রমণ করেন। ওই ব্যক্তির ভাইয়েরও শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । কিন্তু তার করোনা রিপোর্ট এখনও পর্যন্ত পর্যন্ত পাওয়া যায়নি। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন সেই চিহ্নিতকরণের প্রক্রিয়া জারি রয়েছে।


