ASANSOL-BURNPUR

মমতার ঘোষণা আসন্ন ২০২১ নির্বাচনে বর্তমান বিধায়করাই টিকিট পাবেন; সপ্তাহব্যাপী বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নির্দেশ

বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত:
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্টির বিধায়ক জেলা অধ্যক্ষ এবং পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন যে 2021 এ নির্বাচনে পার্টির বর্তমান নির্বাচিত বিধায়কদের পুনরায় ভোটযুদ্ধে অবতীর্ণ হতে হবে।

তবে যে সমস্ত আসনে টিএমসি নেই সেই সমস্ত আসনে গুলো নিয়ে পার্টি সুপ্রিমো তার নির্ণয় সেভাবে স্পষ্ট করেননি।
বিধায়কদের পুনরায় টিকিট দেওয়ার নির্ণয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, যাতে কোন বিধায়ক ক্ষুন্ন হয়ে কোনোভাবে দলবদল না করেন।
এর সাথেই তিনি সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
এর সাথেই তিনি ঘোষণা করেন করোনা পরিস্থিতিতে আসন্ন ঐতিহাসিক একুশে জুলাই  শহীদ দিবসে ভার্চুয়াল রেলির আয়োজন করা হবে।
৬ ই জুলাই ২০২০ (সোমবার):
পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুথ স্তরে প্রতিবাদ মিছিল/ধরনা।
৭ জুলাই ২০২০ (মঙ্গলবার) :
রেল দপ্তরকে বেসরকারিকরণের প্রতিবাদে রেলস্টেশনগুলিতে ধরনা/ প্রতিবাদ প্রদর্শন।
৮ জুলাই ২০২০( বুধবার):
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাড়ির বাইরে প্রতিবেশী এবং পার্টির সমর্থকদের নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ প্রদর্শন।
৯ ই জুলাই ২০২০ (বৃহস্পতিবার):
কোল ইন্ডিয়া বেসরকারিকরণের প্রতিবাদে বুথ স্তরে প্রতিবাদ, মিছিল, ধরনা।
১০ জুলাই (শুক্রবার):
কোপারেটিভ ব্যাংকগুলি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন।
১১ ই জুলাই থেকে ১৩ জুলাই ২০২০ (শনিবার থেকে সোমবার) :
রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে    কেন্দ্র করে বুথ স্তরে জনসচেতনতা মূলক প্রচার অভিযান।
২১ শে জুলাই ২০২০ (মঙ্গলবার): বুথ স্তরে পতাকা উত্তোলন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ( দুপুর ১ টা  থেকে ২ টো পর্যন্ত)।

Leave a Reply