ASANSOLBengali Newsराजनीति

কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে পশ্চিম বর্ধমান তৃণমূল মাইনোরিটি সেলের বিশাল মিছিল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কেন্দ্র সরকারের নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান মাইনোরিটি সেলের তরফ থেকে চেয়ারম্যান গোলাম সরোবরের এর নেতৃত্বে বৃহস্পতিবার শহরে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। আসানসোলের গির্জা মোড় থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে আসানসোল পৌরনিগম পর্যন্ত আসেন।


প্রতিবাদ হিসেবে মোষে টানা গাড়ি করে বেশ কিছু কর্মীসমর্থকরা পথ অতিক্রম করে আসেন।
মিছিল করপোরেশন পর্যন্ত আসার পর আসানসোল মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি সভা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। মেয়র জিতেন্দ্র বলেন, ” আপনারা যেভাবে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন সেটি প্রত্যক্ষ করে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আপনারা সঠিক সময় কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করছেন। আপনাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেস সব সময় আপনাদের সঙ্গে রয়েছে।”

ওই জনসভায় বক্তব্য রাখেন গোলাম সরোবর, তৃণমূল নেতা রবিউল ইসলাম,হাজী নাসিম আনসারী, ওয়াসিমুল হক, দীপক গুপ্তা, গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সদস্য, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য প্রমুখ। এছাড়া প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক ওই সভাস্থলে উপস্থিত হন।

Leave a Reply