ASANSOLBengali News

ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাহায্যে এগিয়ে এলেন ডিআরএম

বেঙ্গল মিরর, আসানসোল: আজ DRM সুমিত সরকার ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রম “প্রান্তিকা’য় আবাসিকদের সংগে বিকালে দেখা করতে যান ৷ ৩২ জন আবাসিকদের প্রায় সকলের সংগে দেখা করেন ৷ কার কী অসুবিধা সে বিষয়ে অবগত হন ৷ তাদের স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন ৷ তিনি প্রতিশ্রুতি দেন, মাসে অন্তত দুইবার যাতে রেল ডাক্তাররা সেখানে পরিদর্শন দেন করেন, সেই ব্যবস্থা অবশ্যই করবেন ৷ ওষনপত্রেরও ব্যবস্থা করে দেবেন ৷ তিনি আবাসিকসহ সকল কর্মী আয়াদের জন্য প্রচুর পরিমানে মিষ্টি সিঙাড়া বিস্কুট আম নিয়ে যান এবং নিজের হাতে সেগুলি ঘরে ঘরে আবাসিকদের হাতে তুলে দেন ৷ তিনি বলেন, আগামীদিনে যে কোন সাহায্যে তিনি এগিয়ে আসতে কুন্ঠাবোধ করবেন না ৷ এইদিন তাঁর সংগে ছিলেন E RLY HS School এর শিক্ষক বিশ্বনাথ মিত্র এবং তাঁর ব্যক্তিগত স্টেনোগ্রাফার প্রদীপ চক্রবর্তী

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *