মহানায়ক অমিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত
বেঙ্গল মিরর, কোলকাতা ঃ মহানায়ক অমিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি নিজেই এক টুইট বার্তায় এ কথা জানান। এই খবর চাউর হতে সারাবিশ্বে তার সমর্থকদের মন উদাস হয়ে গেছে। তারা ভগবানের কাছে প্রার্থনা করছে, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। মহানায়ক চাইছেন, গত ১০ দিন তার সংস্পর্শে যারা এসেছে তারা যেন করোনার পরিক্ষা করে নেন। তার পরিবারের সবাই দু-একদিনের মধ্যেই কোভিড টেস্ট করিয়ে নেবে বলেও তিনি যানান।