West Bengalराजनीति

কাটোয়াতে বিজেপি- তৃণমূল সংঘর্ষ, চললো গুলি, আহত পাঁচ, বর্ধমানে ভর্তি

বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বকুলিয়া গ্রাম। এই ঘটনায় দুই মহিলা সহ 5 জন আহত হয়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি। সংঘর্ষের সময় গুলির আঘাতে আহত হয় এই পাঁচজন। এই এলাকায় গ্রাম নিজেদের দখলে নেওয়ার জন্যই মাস খানেক ধরেই চলছিল ছোট-বড় অশান্তি। সোমবার বিরাট আকার নেয়। সংঘর্ষের সময় গুলি চললে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের বর্ধমান এ পাঠায়। এলাকা এখনো থমথমে।