আসানসোলের পুরনো স্টেশন সংলগ্ন অঞ্চলে এক মহিলার রেল হাসপাতাল মৃত্যু; মৃত্যুর পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়
আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমানের আসানসোলে আরেকজন করোনা সংক্রমিত মহিলার মৃত্যু হয়েছে।শিল্পাঞ্চলের পুরনো স্টেশন সংলগ্ন অঞ্চলের বাসিন্দা এক মহিলার আসানসোল রেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু হয়। মঙ্গলবার ওই মহিলার কোভিড-১৯ রিপোর্ট এলে দেখা যায় ওই মহিলা করনা আক্রান্ত ছিলেন অর্থাৎ রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।ওই মহিলা একজন রেলওয়ে কর্মচারী স্ত্রী ছিলেন। তিনি এবং তার পরিবার দোমোহানি রেলওয়ে কলোনি অঞ্চলে বসবাস করতেন। ওই মহিলার ডায়াবেটিসের সমস্যা ছিল এবং তাঁর শরীরে শর্করার পরিমাণ উচ্চমাত্রায় ছিল।
ওই মহিলার চিকিৎসা রেলওয়ে হাসপাতালে চলার সময় তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরই রিপোর্ট আসার পর তিনি করোনা সংক্রমিত ছিলেন সে ব্যাপারে নিশ্চিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এই খবর জানাজানি হবার পরই হাসপাতাল চত্বর এবং পুরনো স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মহিলার সংস্পর্শে আসা মানুষজনকে চিহ্নিতকরণ করে তাদের শারীরিক ও কোভীড-১৯ পরীক্ষা করা হবে।