রেলের বেরসরকারি করনের বিরুদ্ধে আসানসোলের ডিআরএম অফিসে স্মারকলিপি দিল DYFI
বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল:রেলকে বেরসরকারি করনের বিরুদ্ধে আসানসোলে প্রতিবাদ মিছিল করল DYFI. এদিন আসানসোল বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়। DYFI নেতা হেমন্ত প্রভাকর জানিয়েছেন রেলকে বেরসরকারি করনের বিরুদ্ধে এই আন্দোলন। তাদের দাবি রেলকে কোনো ভাবেই বেরসরকারি করন করা চলবে না। তাঁর অভিযোগ রেল কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। কিন্তু এই সম্পত্তিকে মোদী সরকার বেরসরকারি করন করছেন। তাঁরই বিরুদ্ধে এদিন প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসে গিয়ে শেষ হয়। ডিআরএম অফিসে একটি স্মারকলিপি তুলে দেয় DYFI নেতৃত্ব। এদিন এই মিছিলের মাধ্যমে রেলের বেরসরকারি করন সিধান্তের তীব্র বিরোধিতা করেন DYFI নেতৃত্বরা।