ASANSOL-BURNPURBengali News

আসানসোলে বিজেপি মন্ডল ২ এর পক্ষ থেকে কর্মীসমর্থকরা উত্তর দিনাজপুরের বিধায়ক মৃত্যুর তদন্তের দাবিতে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন

আসানসোল, ১৫ ই জুলাই,২০২০, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্তের দাবিতে গতকাল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
আসানসোল বাজারের সামনে জিটি রোডে বিজেপির পার্টি অফিস থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় যেখানে বহু বিজেপি নেতা সর্মথকরা অংশগ্রহণ করেন।এরপরে ওই মিছিলটি আসানসোল দক্ষিণ থানার অভিমুখে রওনা হবার পর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

BJP

বিক্ষোভরত বিজেপি মন্ডল ২ এর সভাপতি সুদীপ কুমার চৌধুরী বলেন,দলের একজন বিধায়ককে হত্যা করা হয়েছে। এই ঘটনার সিবিআই তদন্ত প্রয়োজন এবং দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি করছেন তারা।
ঘটনাস্থলে বিজেপি নেতা – নেত্রীদের মধ্যে ছিলেন আশা শর্মা, অর্চনা শর্মা, উপাসনা উপাধ্যায়, বিনোদ রাজহানস, বিপিন পাসওয়ান, দিভ্যা সিং, দীপক দাস , বিগু ঠাকুর, শংকর চৌধুরী, অজয় রাম, সুদীপ ঠাকুর প্রমুখ নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *