করোনা পরিস্থিতিতে আসানসোলে মাস্ক না পরার কারণে 159 জনকে আটক করল পুলিশ
বেঙ্গল মিরর , আসানসোল,১৬ ই জুলাই,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত :পশ্চিম বর্ধমান জেলায় গোটা রাজ্যের মতই বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা প্রথমদিকে থাকলেও আবার মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ঢিলেঢালা মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে।আর বেশ কিছু সাধারন মানুষের এই দায়িত্বজ্ঞানহীন প্রবনতার ওপর রাশ টানতে আসানসোল দুর্গাপুর কমিশনারেট পুলিশ আসানসোলের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ডিসি সেন্ট্রাল সায়ক দাস বলেন মাস্ক না পড়ার কারণে বৃহস্পতিবার পুলিশ আসানসোলের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৫৯ জন ব্যক্তিকে আটক করে। তাদের সাবধান করা হয়। পুলিশের এই অভিযান চালাবার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আসানসোলের রেলপাড় এবং ধাদকা অঞ্চলের আশেপাশে, হটন রোড মোড়, এইচ এল জি হসপিটাল মোড় প্রভৃতি জায়গায় এই বিশেষ চেকিং অভিযান চালানো হয়।