Bengali NewsRANIGANJ-JAMURIA

আজ থেকে রানিগঞ্জের ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ লক ডাউন

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ : আজ থেকে রানিগঞ্জের ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ লক ডাউন। পুরো এলাকাকে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এলাকায় ঘুরে দেখলেন রানিগঞ্জ পুলিশ, এমআইসি দিবেন্দ ভকত ও স্বাস্থ্যকর্মীরা। এলাকার প্রতিটি মানুষকে বলা হচ্ছে আজ থেকে ৭ দিন লক ডাউন ঘোষিত এলাকায় কেউ বাইরে বেরোবেন না। অতি প্রয়োজন থাকলে জরুরী বিভাগে ফোন করুন। আজ পর্য়ন্ত যে সব গুদাম খোলা হয়েছিল তাদের ভালো ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই লক ডাউন অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ তা জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে সব এলাকায় লক ডাউন নেই সেই সব এলাকাতেও বিনা কারণে ঘোরাঘুরি করলে পুলিশ ব্যবস্থা নেবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।

Leave a Reply