ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIAWest Bengal

জামুড়িয়ার বোরিংডাঙায় কবর থেকে শিশুর মৃত দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, ২২জুলাইঃ আসানসোলের জামুড়িয়া শ্মশানে মাটি খুঁড়ে কবর থেকে ৮ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার এক নম্বর ওয়ার্ডের বোরিংডাঙা স্কুল পাড়া এলাকায়। মৃত শিশুর নাম ল্যাংচা বেদ।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে জামুরিয়ার নন্ডী গ্রামের শ্মশানে বেশ কয়েক জন মাটি খুঁড়ছে। সেই সময় নন্ডী গ্রামের কিছু চাষী মাঠে কাজ করছিল, তারা বিষয়টি লক্ষ করে তাদের কাছে এসে মাটি খুঁড়ে কি করছে তা জিজ্ঞাসা করে জানতে পারে একটি শিশুকে তারা কবর দিচ্ছে। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হওয়ায় জামুড়িয়া থানায় পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর পুলিশ জানতে পেরেছে শিশুটি জলে ডুবে মারা গেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিষয়টি খতিয়ে দেখছে জামুরিয়া থানার পুলিশ।

Leave a Reply