Bengali NewsCOVID 19DURGAPUR

পশ্চিম বর্ধমান: দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার থাবা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনা ভাইরাস থাবা বসালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কোভিড সংক্রমিত । খবর পাওয়া যাচ্ছে হাসপাতালের একজন নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ ৫ জন নার্স , একজন চতুর্থ শ্রেনীর কর্মী ও এক এ্যম্বুলেন্স চালক , মোট ৭ জনের কোভিড পরীক্ষার পর তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে । একসঙ্গে হাসপাতালে অন্দরে ৭ জনের আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের ভিতরে এবং আশেপাশের এলাকায়।

এদিকে এই খবর জানাজানি হওয়ার পরই হাসপাতালের মেল ও ফিমেল মেডিক্যাল ওয়ার্ড দুটি বন্ধ করা দেওয়া হয় । বেশীরভাগ রুগীকে ছুটি দেওয়া হয় এবং বাকি রুগীদের মেল ও ফিমেল সার্জিক্যালে স্থানান্তরিত করা হয়েছে ।ওই ৭ জন করোনা আক্রান্তের সংষ্পর্ষে আসা প্রায় ৯০ জন স্বাস্থ্য কর্মী ও রোগীর লালারসের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । অন্যদিকে শেষ রিপোর্ট পাওয়া পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক ৮৩ জন আক্রান্ত ।

Leave a Reply