ASANSOL-BURNPUR

গরীব শিশু ও মানুষদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, ও রোগ প্রতিরোধক অষুধ তুলে দিল এআইএইচআরসি

বেঙ্গল মিরর,আসানসোল: আজ 26 শে জুলাই. অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এক অভিনব কাজের আয়োজন করেছিল. কোভিড,19, অর্থাত করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য সচেতনতা শিবির এর আয়োজন করেছিল. এস.বি. গড়াই রোডে ”’ ষষ্টি নারায়ণ গড়াই স্মৃতি ভবনে. বিশিষ্ট চিকিত্সকদের সমন্বয়ে শিবিরটি বেশ সাফল্য মণ্ডিত হয়ে ওঠে. অল ইন্ডিয়া হিউম্যান রাইটস শুধুমাত্র দুঃস্থদের মুখে খাবার ও ত্রাণ বিলি করে না. তারা এতেই থেমে থাকে না. থেমে থাকতে রাজি নয়. করোনা নামক রাক্ষস আজ বিশ্ব কে গ্রাস করতে চলেছে. অসহায়, দুঃস্থ দের জন্য তাই তারা এই আয়োজন করেছিলেন.তাদের উদ্দেশ্য একটাই. মানুষের মন থেকে ভয় দূর করা.প্রায় (200)গরীব রাস্তার শিশু ও মানুষদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, ও রোগ প্রতিরোধক অষুধ তুলে দেয়া হয়. সংস্থার সর্ব ভারতীয় চেয়ার ম্যান (শ্রী বূম্বা মুখার্জী) মানুষ সচেতন করা ও তাদের মন থেকে ভীতি দূর করাই লক্ষ্য. মানুষের সাথে মানুষের পাসে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ছিলো, আছে আগামীতে থাকবে.

Leave a Reply