ASANSOLBengali NewsCOVID 19

পশ্চিম বর্ধমান জেলায় ৮০০ পার/ নতুন করে করোনা আক্রান্ত ২২

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩১ জুলাইঃ পশ্চিম বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় ( বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার রাত আটটা) নতুন করে করোনা আক্রান্ত হলেন ২২ জন। একইসঙ্গে এই জেলায় করোনা আক্রান্তর সংখ্যা ৮০০ পার করলো। শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই মুহূর্তে জেলায় করোনা আক্রান্তর সংখ্যা ৮০৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৫২৩ জন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে জেলায় এ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৭৬ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় কারোর মৃত্যু হয় নি। জেলায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply