Bengali NewsCOVID 19DURGAPURWest Bengal

তৃণমূল কংগ্রেস নেতা সহ পরিবারের সদস্যরা হলেন করোনা পজেটিভ।

বেঙ্গল মিরর,দুর্গাপুর, ইন্দ্র ভূষণ ঝা ,১লা আগস্ট :- তৃণমূল কংগ্রেস জেলা নেতা তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন করোনা পজেটিভ। তৃণমূল কংগ্রেসের জেলা নেতা উত্তম মুখার্জী সহ তার পরিবারের 7 জন আক্রান্ত হয়ে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্গাপুরের সেপকো অঞ্চলে এর আগেও কয়েকজন করোনাতে আক্রান্ত হয়েছিলেন ।এই ঘটনার পর ওই এলাকায় সেনিটাইজিং করা হলো। করোনা আক্রান্ত সংখ্যা যেমন পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে ,পাশাপাশি সুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অযথা বাড়ির বাইরে বের হবেন না, যদি বের হতেই হয় মাক্স পরিধান করেই বের হবেন।

Leave a Reply