রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু কে সংবর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী সাংগঠনিক রদবদল হয়েছে। পশ্চিম বর্ধমানেও বেশ কিছু রদবদল হয়েছে। জেলা এবং রাজ্য কমিটি তে জায়গা পেয়েছেন বেশ কিছু জেলার নেতা। পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা চেয়ারম্যান ভি শিবদাসন দাশু রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন।




এই উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সদ্য নির্বাচিত তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি ববিতা দাস শনিবার রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু কে সংবর্ধনা দেন। উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতা সমীর, বিশ্বরূপ গাঙ্গুলী এবং অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকেরা।