আসানসোলে ডিআরএম অফিসে এ. সি .এম করোনা পজিটিভ; ৩৪ জন কর্মীকে পাঠানো হলো কোয়ারান্টাইনে:
আসানসোল ,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : মারণ ভাইরাস করোনা এবার থাবা বসালো আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ( রেল মন্ডল কার্যালয়) অফিসে।
ডি আর এম অফিসে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার হলেন করোনা পজিটিভ ।আর এই খবর চাউর হবার পর ডিআরএম অফিসে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই আধিকারিক এর সংস্পর্শে আসা ৩৪ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মীদের ২২ শে জুলাই থেকে ৫ ই আগস্ট ২০২০ এই ১৪ দিনের সময়সীমাকালীন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



