ASANSOL

আসানসোলে এসবিআই শাখার উদ্বোধন।

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর কমিশনারেট এর সিপি এসবিআই শাখার উদ্বোধন করলেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন শাখা এসবি গড়াই রোডের ম্যারেজ হলে খোলা হয়। মঙ্গলবার, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ফিতে কেটে ব্যাংকের ওই শাখার উদ্বোধন করেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবি গড়াই রোড শাখার ব্রাঞ্চ ম্যানেজার অজয় ​​কুমার সিনহা বলেন যে, দীর্ঘদিন ধরে এই জোনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খোলার দাবি গ্রাহকরা করছিলেন। আমরা আমাদের গ্রাহকদের চাহিদা পূরণ করেছি এবং মঙ্গলবার এই নতুন শাখা চালু করা হল। অন্য একটি এসবিআই শাখার মতে, এই ব্যাংকটি গ্রাহকদের সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানে অজয় ​​কুমার পোদ্দার, অমিত কুমার, মনোজ কুমার, নবীন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply