ASANSOLASANSOL-BURNPURCOVID 19

পজিটিভ রিপোর্ট হাতে বিক্ষোভরত করোনা রোগীরা; পশ্চিম বর্ধমানের বার্নপুর ইসকো হাসপাতালে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের আসানসোল। দুজন করোনা পজিটিভ রোগীর পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে বার্নপুরে সেল এর ইসকো হাসপাতালে ধর্না প্রদর্শন করে । তারা ইসকো -র ঠিকা শ্রমিক। তাদের অভিযোগ তাদের রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও তারা গতকাল বিকেল ৪ টের থেকে হাসপাতালের বাইরে রয়েছেন। তাদের বক্তব্য গত ৩ অগাস্ট তাদের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু তার পর থেকে তাদেরকে চিকিৎসা এবং সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।তাদের খাবার ব্যবস্থাও করা হয়নি। তাদেরকে কোভীড হাসপাতালে নিয়ে যাওয়া হয় নি।
তাদের কথা অনুযায়ী, হাসপাতালের সমস্ত কর্মচারী ৩১.০৭.২০১২ তারিখে স্যাম্পেল টেস্টিং এর জন্য নেওয়া হয়েছিল এবং পরে দু’জন ঠিকাদার কর্মী ৩ রা আগস্ট কোরোনা পজিটিভ হয়েছিলেন। তারা তাদের রিপোর্ট হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।আশ্চর্যের বিষয় হল, তাঁকে হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে থাকতে বলা হয়েছিল এবং কোনও সুযোগ-সুবিধা পাওয়া যায় নি। তারা কিছুটা সুস্থ হয়ে ওঠার পর হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন এবং হাসপাতালের মূল ফটকের সামনে থেকে যান। পরে তারা হাসপাতালের ভেতরেও চলে যান।
ঘটনাস্থলে রীতিমতো চাঞ্চল্য হাসপাতাল এবং এলাকাজুড়ে।

Leave a Reply