ASANSOLDURGAPURWest Bengalराजनीति

দূর্গাপুরের বিভিন্ন ক্লাবকে নিয়ে বৈঠক তৃণমূলের

বেঙ্গল মিরর, ইন্দ্রভুষণ ঝাঁ, দুর্গাপুর: সাওথ বেঙ্গল স্টেট ট্রান্স পোর্ট কর্পোরেশন বা এসবিএসটিসির চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরীর দূর্গাপুরের আবাসনে শনিবার দূর্গাপুরের বিভিন্ন ক্লাবকে নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে এসবিএসটিসির চেয়ারম্যান তথা তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী, আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ও দূর্গাপুর পুরনিগমের মেয়র দিলীপ অগস্থি উপস্থিত ছিলেন। এই বৈঠকে ক্লাবগুলোর পদাধিকারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে ২০২১ সালের বিধান সভা নির্বাচনে তাদের সহযোগিতা দেওয়ার আবেদন করা হয়। যাতে তারা ২০২১ সালে হতে চলা বিধান সভা নির্বাচনে দূর্গাপুরের দুটো আসন তারা জিতে দিদি মমতা বন্দোপাধ্যায়কে উপহার হিসাবে দিতে পারেন।

Leave a Reply