BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনির খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন বিধায়ক।

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা, ৮ আগষ্ট ঃ-
তিনজন ন্যাশনাল খেলোয়ার কে খাদ্য সামগ্রী ও জুতো কেনার জন্য ২০০০ টাকা করে সাহায্য করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । রুপনারায়নপুর এলাকার মহাবীর কলোনির বাসিন্দা নেহা সাউ একজন বক্সার চ্যাম্পিয়ন ও তার বোন নিশা সাউ একজন জিমনাসটিক ন্যাশনাল প্লেয়ার অন্যদিকে রুপনারায়নপুর ডাবর মোড়ের বাসিন্দা ঐশ্বরিয়া সাউ একজন জিমনাসটিক প্লেয়ার। বিধান বাবু এদের পাশে দাঁড়াবার কথা দিয়েছিলেন। তিনি বলেছেন তাদের যখনই যা প্রয়োজন হবে তারা জন্য বিধায়ক পাশে দাঁড়াবার চেষ্টা করবে। এই কর্মসূচিতে বারাবনির বিধায়ক এর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার ও সহ আরো অনেকে।

Leave a Reply