ASANSOL

বারাবনিতে স্থানীয়দের পথ অবরোধ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:বারাবনি ব্লকের
বারাবনি সিনেমা হল এর কাছে স্থানীয় মানুষরা পথ অবরোধ করল কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে বৃষ্টির জল জমা হয়ে বাড়ির ভেতরে দোকানে জল ঢুকে যাচ্ছে এবং মানুষের পারাপার করা বিপদজনক হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কালভাট আছে দীর্ঘদিনের কিন্তু পরিষ্কার হয়নি সরকারি ড্রেন মিষ্টির দোকান ভাড়া করে দিয়েছে বারাবনি থানা পুলিশ এসে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এবং উনার আশ্বাস দেন আমরাও পঞ্চায়েত কে জানিয়ে দেবো ভিডিওকে জানাবো তারপরে স্থানীয় মানুষরা পথ অবরোধ তুলে নেই আসানসোল দোমোহানি রাস্তা অবরোধ

Leave a Reply