ASANSOL

লকডাউন ভেঙে সর্গীয় রাজীব গান্ধীর জন্মদিন পালন করলো কংগ্রেস

মাল্যদান করছেন কংগ্রেসের কর্মীরা
garlanding by sahid perwez

বেঙ্গল মিরর আসানসোল ২০ আগস্ট :- প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধীর 76 তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হল আসানসোল শিল্পাঞ্চলে । কংগ্রেস কর্মীরা বলেন রাজীব গান্ধীর জন্মদিনে লকডাউন না করার অনুরোধ করা হয়েছিল রাজ্য সরকারকে কিন্তু তা মানা হয়নি। তাই তারা লকডাউন কার্যত ভেঙে রাজীব গান্ধীর জন্ম দিবস পালন করলেন শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে। এদিন রাহালেনে কংগ্রেস পার্টি অফিসে, ইসমাইলে , দুর্গাপুরে,চিত্তরঞ্জনে সহ শিল্পাঞ্চলের প্রায় বহু জায়গাতেই স্বর্গীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম দিবস পালন হয়।

Leave a Reply