ASANSOL

লকডাউন সফল করতে রাস্তায় নেমে সচেতন করলেন এমএমআইসি মির হাসিম

Appeal by mmic

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, নিয়ামতপুর:

লকডাউন সফল করতে রাস্তায় নেমে সচেতন করলেন এম এম আইসি মির হাসিম ।
সরকারি নির্দেশিকা মেনে এবারে রাস্তায় নেমে লকডাউন সফল করতে রাস্তায় মানুষকে সচেতন করলেন আসানসোল পুরনিগমের এম এম আইসি মির হাসিম ।শুক্রবার আসানসোলের নিয়ামতপুরের বিভিন্ন জ্যাগাই জমায়েত দেখলেই তিনি গাড়ি থেকে নেমে জমায়েত সরিয়ে দেয় ।পাশাপাশি মাক্স ব্যবহার করতে অনুরোধ করেন।এদিন মির হাসিম বলেন, সরকারি নির্দেশিকা মেনে লকডাউন পালন করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হল।মুখ্যমন্ত্রীর নির্দেশে দুদিন ধরে লকডাউন চলছে ।সরকারের এই নির্দেশ কার্যকর করতে এই সচেতনতা চালানো হচ্ছে ।

Leave a Reply