জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ২৪ ঘন্টায় ২ জন রোগীর মৃত্যু, ৩ জন পজিটিভ


বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ আগষ্টঃ

আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে গত দুদিনে আরো ২ জন রোগীর মৃত্যু হয়। তার মধ্যে কুলটি এলসি মোড় এলাকার বাসিন্দা বছর ৫৫ এর এক মহিলার লালারসের পরীক্ষার রিপোর্ট রবিবার পজিটিভ এসেছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। শনিবার তার মৃত্যু হয়। এদিকে রবিবার সকালে আইসোলেশান ওয়ার্ডে হিরাপুর থানার বার্ণপুরের ধ্রুবডাঙ্গার এক ব্যক্তির মৃত্যু হয়। তার লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। রিপোর্ট না আসায় মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। এদিন জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি থাকা তিনজনের লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সন্ধ্যায় তাদেরকে দূর্গাপুর কোভিড ১৯ হাসপাতালে পাঠানো হয়েছে।