ASANSOLASANSOL-BURNPURराजनीति

তৃণমূলের এসসি এবং ওবিসি সেলের জেলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোহন ধীবরকে সম্বর্ধনা দেওয়া হল আসানসোল বি এন আর পার্টি অফিসে

আসানসোল ,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এসসি এবং ওবিসি সেলের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহন ধীবরকে সম্বর্ধনা দেওয়া হল। তিনি এবারও প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন এসসি এবং ওবিসি সেলের আসানসোল নর্থ ব্লক প্রেসিডেন্ট মনোজ রজক। এছাড়া উপস্থিত ছিলেন এসসি/ওবিসি সেলের জেলা ভাইস-প্রেসিডেন্ট পার্থ দাস, জেলার জেনারেল সেক্রেটারি রাজবংশী বাউরি, জামুরিয়া ব্লক প্রেসিডেন্ট বুধন রুইদাস, দুর্গাপুর ব্লক প্রেসিডেন্ট সিকান্দার মল্লিক, বারাবনি ব্লক প্রেসিডেন্ট এমডি ওয়ারিস প্রমুখ।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে এস সি এবং ও বি সি সেলের নতুন ব্লক এবং জেলা কমিটি গঠন করার বিষয়ে আলোচনা করা হয়। এরই সঙ্গে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সাংগঠনিক ভীত আরো মজবুত করার রূপরেখা প্রস্তুত করার ব্যাপারে আলোচনা করা হয়।

Leave a Reply