ASANSOLBengali NewsDURGAPURWest Bengal

পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে রণডিহাতে বাঘের আতঙ্ক ত্রস্ত এলাকাবাসী

বেঙ্গল মিরর , দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত, ২৮ শে আগস্ট:
পশ্চিম বর্ধমানের পানগড়ের
রণডিহা অঞ্চলে বাঘের পায়ের ছাপ দেখে বাসিন্দাদের মধ্যে তীব্র সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। রণডিহা অঞ্চলে বাঘের পায়ের ছাপের মত একটি প্রাণীর পায়ের ছাপ দেখা যায়।ওই এলাকার এক ব্যক্তি সিসিটিভি ফুটেজে নতুন প্রজাতির প্রাণীর চলাফেরা করার ভিডিও ফুটেজটি দেখতে পান।এলাকার বাসিন্দা প্রাণীটিকে বাঘ হিসাবে চিহ্নিত করেন । আর এরপরই বাঘের আতঙ্কের কারণে প্রতিদিন ওই এলাকার দোকানদারেরা তাদের দোকানপাট বন্ধ করে সন্ধ্যায় তাদের বাড়িতে চলে যান। ওই অঞ্চলে মানুষ সন্ধ্যা হলেই তাদের নিজেদের বাড়িতেই ঘরবন্দী থাকছেন । এই ঘটনা সম্পর্কে বন বিভাগকে অবহিত করার পরে বনবিভাগের আধিকারিক ওই অঞ্চলে একটি পশুর ক্যাচার লাগিয়েছেন। বনবিভাগের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply