Asansol News :কুড়িয়ে পাওয়া ব্য়াগ ফিরিয়ে দিলেন সিপিভিএফ,পেলেন সম্মান
বেঙ্গল মিরর, বারাবনি থেকে মনোজ শর্মার, রিপোর্ট : বারাবনি থানা সিপিভিএফ কর্মী কয়েকদিন আগে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিল দমানি বাজার লক্ষ্মী মার্কেট এর কাছ থেকে সানি দেব নামে এক সিপিভিএফ কর্মী বারাবনি থানায় কর্মরত ব্যাগ কুড়িয়ে পাওয়ার পর বারাবনি থানায় ব্যক্তিকে এই সিপিভিএফ কর্মীদিয়ে দেয় পরে যার ছিল সেই ভদ্রমহিলা এবং ভদ্রলোক এসে জানাজানি হয় যে বারাবনি থানায় জমা আছে তারা প্রমাণপত্র দেখিয়ে নিজের ব্যাক্তি বারাবনি থানা থেকে নিয়ে যায় এবং আজ সিপিভিএফ কর্মীকে বারাবনি থানার উদ্যোগে থেকে ফুলের স্তবক আর 1000 টাকা অফিসাররা চাঁদা করে তার হাতে দেয়া হয় এবং এখানেই শেষ নয় পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পুলিশ দিবসদিনে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে বারাবনি থানার পক্ষ থেকে।