ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsDURGAPURPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengalसाहित्य

Virtual tribute to nazrul : অনুষ্ঠিত হলো “স্মরণে -বরনে -মননে নজরুল”

বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত ঃ আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “স্মরণে -বরনে -মননে নজরুল”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এইচ. এম মুস্তাফিজুল রহমান, বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল রিসার্চ সেলের ডিরেক্টর অধ্যাপক আনোযাজ সাহেদ, পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ড. অভীক মজুমদার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুমিতা চক্রবর্তী এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয় অধ্যাপক-অধ্যাপিকা ও ও দুই বাংলার বিশিষ্ট গুণীজন।।

Leave a Reply