ASANSOLASANSOL-BURNPURGeneralLatestNewsPoliticsWest Bengal

Asansol News: বাংলায় 3 কোটি সদস্য তৈরীর লক্ষ্যে বিজেপি

বক্তব্য রাখছেন জেলা সভাপতি

আসানসোল,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : দলীয় সদস‍্যসংখ‍্যা বৃদ্ধির লক্ষ্যে
“আমার পরিবার বি জে পি-র পরিবার” রাজ‍্য নের্তৃত্বের বেঁধে দেওয়া এই শ্লোগানকে সামনে রেখে রবিবার আসানসোল দক্ষিণ মন্ডল ১ বিজেপি কমিটির পক্ষ থেকে
আসানসোলের রাধানগর রোডের একটি হলে একটি সভার আয়োজন করা হয় ।আসন্ন বিধানসভা ও আসানসোল পুরনির্বাচনকে পাখির চোখ করে রাজ‍্যর সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির লক্ষেই এই সভা বলে জানানো হয়। রাজ্যে তিন কোটি সদস‍্য পদের পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় এক লক্ষ করে সদস‍্য সংগ্রহ করার লক্ষ নেওয়া হয়েছে বলে জানান বি জে পি – র জেলা সভাপতি লক্ষন ঘড়ুই।তিনি বলেন বহু রাজনৈতিক দল থেকে কর্মি সমর্থকরা দলে দলে বি জে পি -তে যোগ দিচ্ছে।আগামি দিনে নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রবনতাও তত বৃদ্ধি পাবে।
এছাড়া তিনি বলেন আগামী ৪ ই সেপ্টেম্বর বিজেপির তরফ থেকে রাজ্যব্যাপী মিটিং এবং আসানসোলে রবীন্দ্র ভবনের সামনেও প্রদর্শন করা হবে। ওই সভায় জেলা নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, দিল নেত্রী এবং কাউন্সিলর আশা শর্মা, গণেশ মাড্ডি, ডা: পি সি মাজি, পবন সিং, দিলীপ দে এবং আরো অন্যান্য নেতাকর্মীরা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply