Bengali NewsBusinessGeneralLatestNewsWest Bengal

৭, ১১ ও ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন,৮ থেকে মেট্রো পরিষেবা শুরু

unlock 4 guidelines
government guidelines for unlock 4

বেঙ্গল মিরর(Bengal Mirror), কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গ সরকার
আনলক ৪ (Unlock4) সম্পর্কিত নির্দেশিকা প্রকাশ করেছে। রাজ্যের মুখ্যসচিবের জারি করা নির্দেশ অনুসারে, পশ্চিমবঙ্গে ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন থাকবে। ওই দিনগুলিতে সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন ব্যবস্থা, রেল, বিমান পরিষেবা সমস্ত কিছু বন্ধ থাকবে। কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার গুলিকে লকডাউন না করার নির্দেশ দেওয়ার পর অনুমান করা হয়েছিল রাজ্য সরকার বোধহয় পূর্বঘোষিত লকডাউন করার থেকে পিছু হঠবে কিন্তু বাস্তবে তা হচ্ছে না। সেপ্টেম্বর মাসে রাজ্যে তিন দিন লকডাউন থাকবে। এমার্জেন্সি বা আপৎকালীন পরিষেবায় ছাড় থাকবে। জেলা প্রশাসন কনটেইনমেন্ট জোন নির্ধারণ করবে। এরই সঙ্গে মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলা আবশ্যিক।

এদিকে ৮ ই সেপ্টেম্বর থেকে মেট্রোরেল পরিষেবা শুরু হবে।
এদিকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত কনটেইনমেন্ট জোনে লকডাউন প্রযোজ্য হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
স্কুল-কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

সিনেমা হল , সুইমিং পুল , মনোরঞ্জন পার্ক ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

ওপেন থিয়েটার ২১ শে সেপ্টেম্বর থেকে শুরু করা যাবে তবে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক।

৮ ই সেপ্টেম্বর থেকে মেট্রোরেল পরিষেবা শুরু হবে। তবে সেখানে স্বাস্থ্য দপ্তর এর নির্দেশিকা মেনে চলতে হবে। নগর উন্নয়ন দপ্তর এ ব্যাপারে এস ও পি( স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) জারি করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ৩ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। ২১ শে সেপ্টেম্বরের পরে সরকার আগামী নির্দেশিকা জারি করবে।

Leave a Reply