ASANSOL

হামলা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আসানসোল উত্তর থানায় অটো চালকদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় / সৌরদীপ্ত সেনগুপ্ত ,আসানসোল, ১ সেপ্টেম্বরঃ আসানসোল উত্তর থানার রেলপারের ওকে রোডের স্ট্যান্ডে গত রবিবার রাতে যাত্রী তোলা নিয়ে অটো ও টোটো চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিলো।

রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত অটো ইউনিয়নের আসানসোল উত্তর বিধানসভার

ইনচার্জ রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে অটো চালকরা সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার আসানসোল থানার সামনে বিক্ষোভ দেখান ।

protest by auto drivers in front of asansol north police station


এই প্রসঙ্গে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন যে, দুদিন আগে যাতপ তোলাকে কেন্দ্র করে অটো চালককে মারধর,

এলাকায় একটি বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে ।

এই হামলায় প্র ৬ জন আহত হয়। নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করেনি।


রাজু আলুওয়ালিয়া ক্ষোভের সঙ্গে বলেন , ঐ ঘটনার ৪৮ ঘণ্টা পরেও পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তা বুঝতে পারছি না।

মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্তদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বুধবার বিএনআর থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করবো। ঘটনা নিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, এই রেলপার এলাকার কিছু লোক তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকেন।

অথচ তারা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। তারা তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ভাবে বদনাম করার চেষ্টা করছে।

শীঘ্রই এই সব মানুষদের চিহ্নিত করা হবে ও দল থেকে বার করে দেওয়া হবে। এই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটককে হেয় করার চেষ্টা করছে তারা।

যা আমরা করতে দেবোনা। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও মজবুত করতে হবে।


এদিন অটো চালকরা হুমকি দিয়ে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *