ASANSOL

রক্ত সংকট দূর করার জন্য এগিয়ে আসুন : মেয়র

Asansol News)
Mayor jitendra Tiwari(File photo)

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত (Asansol News): আসানসোল জেলা হাসপাতালে রক্ত সংকট দূর করার জন্যে আসানসোল শিল্পাঞ্চল বাসীর কাছে তথা সামাজিক সংগঠনের কাছে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি রক্তদান করার অনুরোধ করেন। তিনি বলেন জেলা হাসপাতালে রক্ত সংকট তৈরি হয়েছে। রক্ত সংকট দূর করার জন্য যে কোনো সুস্থ ব্যক্তি আসানসোল জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় যে কোনো সময়ে গিয়ে রক্তদান করতে পারেন।

যে কোন সংস্থা আসানসোল ট্রাফিক কলোনির কাছে টিজি মোড়ে আসানসোল কর্পোরেশনের তৈরী রক্তদান সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করতে পারেন। জিতেন্দ্র তিওয়ারি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাতে রক্ত সংকটের জন্য কারো কোন অসুবিধার সৃষ্টি না হয়। এই কারণেই মুখ্যমন্ত্রীর আপেল কে সম্মান দেওয়ার জন্য ব্লাড ব্যাংক এই রক্ত সংকট দূর করার জন্য সবাই যাতে এগিয়ে আসেন এবং রক্ত সংকট দূর করার ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করেন।

Leave a Reply