ASANSOL

আসানসোল পুরনিগমের ভুয়ো ছবি ভাইরাল। পুরোনিগম মামলা করার চিন্তাভাবনা করছে ।।

আসানসোল , বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সোশ্যাল মিডিয়ায় আসানসোল পুরোনিগমের বোর্ডের ভুয়ো ছবি ভাইরাল। জনগণের দাবি মতো পৌরনিগমের সদর দফতরে হিন্দি, উর্দু এবং ইংরেজিতে স্বাক্ষরিত বোর্ডগুলি বসানো হয়েছিল। বাংলোতে সাইন বোর্ডটি আগেই পৌরনিগমের সদর দফতরে সবার প্রথমে লাগানো হয়।
তবে কিছু মানুষ নতুন বোর্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। উদ্দেশ্য ছিল যাতে জনতার কাছে তুলে ধরা যায় যে আসানসোল পৌরনিগমের সদর দফতরে বাংলা উপক্ষিত হচ্ছে। কিন্তু পরে এই ছবি ভুয়ো বলে প্রমাণিত হয়। নতুন বোর্ড হিন্দি, উর্দু এবং ইংরেজী ভাষায় লেখা হয়েছে। আর বাংলা বোর্ড তো আগে থেকেই ছিল। যারা এই ভুয়ো ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুরনিগম কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে।।

Leave a Reply