BARABANI-SALANPUR-CHITTARANJAN

পুচড়া গ্রামে একগুচ্ছ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক

বেঙ্গল মিরর, মনোজ শর্মা/ রিক্কী বাল্মীকি, বারাবনি:

বারাবনি ব্লকের অন্তর্গত,পুচড়া গ্রাম পঞ্চায়েতে ব্যাবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
তাছাড়া পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম্য ফুটবল টিম গুলির মধ্যে ফুটবল বিতরণ করেন বিধায়ক বিধান উপাধ্যায়।
একই সঙ্গে তিনটি নব নির্মিত ক্লাব পুচড়া গ্রামের ক্লাব, নতুনডিহি গ্রামের ক্লাব এবং কটরাবাদের ক্লাব উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায় ও জেলা পরিষদ সদস্য বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ।
এছাড়াও ওই পঞ্চায়েতর তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় গেস্ট রুম করার পরিকল্পনা নেয়া হলো আই.জি.পি-এর পক্ষ থেকে।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক জানান ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সন্মানিত করা হলো,তাছাড়া যুব সমাজকে খেলাধুলায় মনোবল বৃদ্ধি করতে গ্রামীণ ফুটবল টিমগুলির হাতে ফুটবল তুলে দেওয়া হলো,এবং তারি সাথে তিনটি ক্লাবের উদ্বোধন করা হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে পুচড়া অঞ্চলের মধ্যে একটি রেস্ট রুম করার পরিকল্পনা করা হলো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুচড়া গ্রাম-পঞ্চায়েত প্রধান সুকুমার পাল ও পুচড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি তথা উপ প্রধান পার্থ সারথি মুখার্জী সহ আরো অনেকে।

Leave a Reply