BARABANI-SALANPUR-CHITTARANJANLatestNewsWest Bengal

অর্ধনগ্ন অবস্থায় কেন্দ্রের বিরোধিতা বারাবনিতে

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:

বারাবনি ব্লকের এসসি, এসটি, ওবিসি এর আজকে বারাবনি রেল গেটের কাছে কেন্দ্র সরকারের যে সব পরিকল্পনা বিক্রির পরিকল্পনা যেমন রেল ইসিএল এল আই সি ব্যাংক সবগুলোকেই তাড়াবে সরকারের আন্ডারে দেওয়াতেই এবং বেকারত্ব কোন চাকরি জীবিকা কিছু নাই এই নিয়ে আজকে বারাবনি রেল গেটের কাছে অর্ধনগ্ন অবস্থায় কেন্দ্র সরকারের বিরোধিতা করল রাস্তায় নেমে উপস্থিত ছিলেন ডাক্তার বিরু রাজ্জাক পাবান ভূঁইয়া ভূঁইয়া ও আরো অনেকে ।

Leave a Reply