ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডাল ব্লকে অনিয়ম ধরতে দোকানে-দোকানে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের হানা

বেঙ্গল মিরর,বাপ্পা বন্দোপাধ্যায় ও রাজা বন্দোপাধ্যায়, অন্ডাল, ১০ সেপ্টেম্বরঃ বেশ কিছু দিন ধরে প্রশাসনের আধিকারিকদের কাছে অভিযোগ আসছিলো যে, দোকানে দোকানে সরকারি নিয়ম না মেনে কালোবাজারি ও অনিয়ম চলছে। হাতেনাতে সেইসব কিছু ধরতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহুকুমার অন্ডাল ব্লকে বিভিন্ন বাজারে অভিযান চালানো জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও পুলিশ। উখড়ার দক্ষিণখন্ড ও অন্ডাল নর্থ বাজারে এদিন এই অভিযান চালানো হয়।

দক্ষিণখন্ড ও অন্ডাল নর্থ বাজারে দুটি ওষুধের দোকান সিল করে দেওয়া হয়েছে। মিষ্টির দোকান, সবজির দোকান ও মিষ্টির দোকানেও আধিকারিকরা যান। এই অভিযানে ছিলেন দূর্গাপুরের মহকুমাশাসক, অন্ডালের বিডিও, ফুড ইন্সপেক্টর সহ অন্যান্যরা। পরে তারা বলেন, আমরা এদিন অনেক অনিয়ম ধরেছি। অনেক দোকানে লাইসেন্স সহ অন্য কাগজ ঠিক নেই। ওষুধের দোকানে ফ্রিজ নেই। ফার্মাসিস্ট নেই। সবাইকে আমরা সতর্ক করেছি। ৭ দিনের মধ্যে কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যেতে বলা হয়েছে। তা না হলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । জেলা প্রশাসনের আধিকারিকরা বলেন, আগামী দিনে এই জেলার সব জায়গায় এই অভিযান চালানো হবে।

Leave a Reply