ASANSOL

অধীর সভাপতি হওয়াতে কংগ্রেস কর্মীদের উল্লাস

বেঙ্গল মিরর সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোলঃ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে পুনরায় করাতে শিল্পাঞ্চলের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। এই খুশিতে কংগ্রেস কর্মীরা উল্লাস করলেন আসানসোল রাহালেন কার্যালয় বাজি ফাটানো হলো, মিষ্টি বিলি করা হলো ।

এখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি, শাহিদ পারভেজ প্রমুখ। উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধী দিল্লিতে এক বৈঠকে সভাপতি পদে নাম ঘোষণা করেন অধীর রঞ্জন চৌধুরীর। পুনরায় প্রদেশ সভাপতি করায় 2021 এর রাজ‍্য বিধানসভা নির্বাচনে রাজ্যের দায়িত্বে থাকলেন। বাম ও কংগ্রেসের জোটকেই যে সোনিয়া গান্ধী মান‍্যতা দিলেন তারই ইঙ্গিত এই নির্বাচন বলে অনেকেই মনে করছেন।

Leave a Reply