ASANSOLLatestNewsRANIGANJ-JAMURIAWest Bengal

বাড়িতে- বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ব্লকে সভাপতি

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষিত জনহিতকর প্রকল্পের এখনও পর্যন্ত একটিও উপভোগ করতে পারেননি। এমন বাড়ি খুঁজতে এবং ব্যক্তিগত ও সমষ্টিগত চাহিদার পাশাপাশি এলাকার পঃ প্রধান ,উপপ্রধান, সমিতির সদস্য, পঃ সদস্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাধারণ জনগনের প্রতি আচার ব্যবহার সম্বলিত তথ্য সংগ্রহের লক্ষ্যে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তাপস বন্দোপাধ্যায়ের নির্দেশে 279 নং বুথের বাড়িতে- বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গ্রামীন ব্লক সভাপতি দেবনারায়ন দাস । ওনার সঙ্গে ছিলেন সমাজসেবী মনোরঞ্জন বারিক , সহ তৃণমূল কর্মীবৃন্দ।

Leave a Reply